ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ভারতের জেআইএস ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
- ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৫
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ ও ভারতের কলকাতার জেআইএস ইউনিভার্সিটির ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ ইউনিভার্সিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি। এর আগে তিনি জেআইএস ইউনিভার্সিটির ইন্ডাকশন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সমঝোতা স্মারকানুসারে এই দুই ইউনিভার্সিটি যৌথ গবেষণা কার্যক্রম চালিয়ে যেতে, তাদের নিজ নিজ জার্নালে গবেষণাপত্র প্রকাশ করতে এবং যৌথ আয়োজনে সম্মেলন, সেমিনার ও ওয়ার্কশপসহ বিভিন্ন কার্যক্রম আয়োজনে সম্মত হয়েছে।